শিব চতুর্দশী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নানা ধর্মীয় অনুষ্ঠান শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়ার ঐতিহ্যবাহী শিববাড়িতে তিন দিনব্যাপী শিব চতুর্দশী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নানা ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে।
সকাল থেকে ত্রাম্বকেশ্বর ভৈরবের পূজা অনুষ্ঠানের মধ্যদিয়ে পূজা অর্চণা, শিবদর্শন, পূণ্যস্নানসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান চলছে। শিব চতুর্দশী উপলক্ষে দেশ-বিদেশের নানা বয়সের হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী শিবদর্শন করতে আসার কারণেই এ মেলার উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। পূন্যার্থীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে অনুষ্ঠান মেলা প্রাঙন। স্বামীর মঙ্গল কামনায় দেবতা শিবকে তুষ্ট করতে গৃহবধূরা শিব অর্ঘ্য দিতে আসেন।