শিবচরে গভীর রাত পর্যন্ত জেলা পুলিশের ব্লক রেইড

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরের নির্বাচনে সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে গভীর রাত পর্যন্ত ব্লক রেইড চালিয়েছে জেলা পুলিশ।
সোমবার রাতে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে উপজেলার বাশকান্দি, কুতুবপুর ও মাদবরচর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০টি রেজিস্ট্রেশন বিহীন মটরসাইকেল আটক করে পুলিশ। এ অভিযান নির্বাচন পর্যন্ত চলবে বলে জানা গেছে।মাদারীপুর জেলা পুলিশ সুপার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বহিরাগতদের আগমনের রিপোর্টের ভিত্তিতে এবং বিভিন্ন মামলার আসামি ও সন্ত্রাসীদের ধরতে এ অভিযান চালানো হচ্ছে। এছাড়াও ২টি ইউনিয়ন ভিত্তিক একটি করে পুলিশের টিম সার্বক্ষনিক কাজ করছে।