শিগগিরই বাংলাদেশের অবস্থা শ্রীলংকার চেয়েও খারাপ হবে : রুহুল কুদ্দুস তালুকদার দুলু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
শিগগিরই বাংলাদেশের অবস্থা শ্রীলংকার চেয়েও খারাপ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সকালে নাটোরের বড়াইগ্রামে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বড়াইগ্রাম পৌর বিএনপি’র আহ্বায়ক একেএম শরিফুল হক মুক্তার সভাপতিত্বে এবং সদস্য সচিব ইসাহাক আলীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু ও বিএনপি নেতা কাজী শাহ আলমসহ আরো অনেকে।