শিগগিরই কেটে যাবে করোনার টিকার সংকট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
করোনার টিকার সংকট শিগগিরই কেটে যাচ্ছে। চলতি মাস থেকেই প্রাপ্তবয়স্ক সব নাগরিকের জন্য পর্যায়ক্রমে টিকার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন,পররাষ্ট্রমন্ত্রী একে এম আব্দুল মোমেন।
ঢাকার ফরেন সার্ভিস একাডেমীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। টিকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র থেকে পাঠানো কোভ্যাক্সের পঁচিশ লাখ টিকা আগামী শুক্র ও শনিবার ঢাকায় আসবে। চীন থেকেও আসছে সিনোফার্মের টিকা। রাশিয়া থেকেও টিকা আনার কথা চলছে বলে জানান তিনি। সীমান্তে টাওয়ার বসিয়ে মিয়ানমার বাংলাদেশের তথ্য নিচ্ছে– এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।