শিগগিরই কারাগারে বন্দিদের ভিডিওকলের সুযোগ : জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৫:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
মোবাইলে কথা বলার পাশাপাশি কারাবন্দিদের ভিডিওকলের ব্যবস্থার জন্য সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। করোনাকালে পরিবারের সঙ্গে সপ্তাহে একদিন ১০ মিনিট মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাচ্ছে বলেও জানান তিনি।
সকালে গাজীপুরের কাশিমপুর কমপ্লেক্সে কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কারাগারে দায়িত্ব পালন অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ভিন্ন ও চ্যালেঞ্জিং। নিরাপত্তা বিধানের পাশাপাশি বন্দিদের প্রতি মানবিক আচরণ প্রদর্শন ও প্রশিক্ষণের মাধ্যমে অপরাধীদের চরিত্র সংশোধন করে সমাজে পুনর্বাসনের জন্য নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, কারাগারের অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বন্দিদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।










