শিগগিরই ইন্ধনদাতাদের নাম প্রকাশ : জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৭:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
খুব শিগগিরই সাম্প্রদায়িক হামলার ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন,‘কুমিল্লায় মণ্ডপকাণ্ডে এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে। অন্যদিকে, ধর্মপ্রতিমন্ত্রী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতেই কুমিল্লা ও রংপুরে এই সহিংসতা। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন।
সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ দুপুরে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রীর বক্তব্য রাখেন কুমিল্লা পূজামণ্ডপে ঘটে যাওয়া সহিংসতা নিয়ে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুর ও নোয়াখালীর সহিংসতায় ইন্ধনদাতাদের নাম জানিয়ে দিয়েছে জড়িত সন্দেহে গ্রেফতার আসামীরা। খুব শিগগিরই তাদের নাম প্রকাশ্যে আনা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্যই করেছে একটি মহল।
এদিকে সচিবালয়ের নিজ কার্যালয়ে আলোচনায় ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, দেশকে অস্থিতিশীল করতেই সারাদেশে হামলার ঘটনা।
ভবিষ্যতে এ ধরনের ঘটনারোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন শিগগিরই আসছে বলেও জানান ধর্মপ্রতিমন্ত্রী।