শিক্ষার আলো ছড়াচ্ছে বগুড়ার গাবতলীর মুনলাইট অটিষ্টিক ও প্রতিবন্ধী স্কুল
																
								
							
                                - আপডেট সময় : ১০:৪৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
 - / ১৬০২ বার পড়া হয়েছে
 
শিক্ষার আলো ছড়াচ্ছে বগুড়ার গাবতলীর মুনলাইট অটিষ্টিক ও প্রতিবন্ধী স্কুল। শারীরিকভাবে পিছিয়ে পড়া শিশু-কিশোরেরা এখানে বিনা খরচে পড়াশুনার সুযোগ পেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছে। প্রতিবন্ধিতাকে জয় করে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের।
অবহেলা আর অনাদারে যারা একসময় ঘরে বন্দি ছিল, তারাই এখন লেখাপড়া শিখছে। পিছিয়ে পড়াদের শিক্ষার সুযোগ দিতে, বগুড়ার গাবতলীতে ২০ শতক জায়গায় ২০১৬ সালে প্রতিষ্ঠা করা হয় মুনলাইট অটিষ্টিক ও প্রতিবন্ধী স্কুল। এখানে বালিয়াদীঘি ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের শতাধিক শিশু-কিশোর পড়ছে। প্রতিদিন খেলাধুলা আর থেরাপীর সুবিধাও পাচ্ছে।
স্কুল থেকেই দেয়া হচ্ছে খাবার। বিনা খরচে পড়ার সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরা। প্রতিবন্ধীতাকে জয় করার স্বপ্ন সকলের। খুশি অভিভাবকেরাও।আত্মীয়-স্বজন আর বন্ধুদের টাকায় পরিচালিত স্কুলটি সরকারীকরনের দাবি জানান উদ্যোক্তাসহ সমাজসেবা কর্মকর্তা। স্কুল সরকারীকরন আর প্রয়োজনীয় সহযোগিতা পেলে এটি প্রতিবন্ধীদের জন্য একটি মডেল স্কুল হিসেব গড়ে উঠবে বলেই মনে করেন এ অঞ্চলের মানুষ।
																			
																		













