শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে শিক্ষক-অভিভাবকদের আরো সতর্ক হওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৬০০ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকতে হলে শৈশব থেকে প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে হবে আগামী প্রজন্মকে। তাদেরকে আসন্ন বিপ্লবের সফল অংশীদার হতে যোগ্য করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এক্ষেত্রে শিশুদের প্রতি শিক্ষক ও অভিভাবকদের অবশ্যই নজরদারি রাখতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় ঘাটতি পূরণে বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তবে এ জন্য করোনার সংক্রমণের হার ৫ শতাংশের নীচে থাকতে হবে বলেও জানান ডা. দীপুমণি।