শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের বিষয়ে শিক্ষার্থীদের হতাশ করেছেন কর্ণাটক হাইকোর্ট

- আপডেট সময় : ০৪:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে শিক্ষার্থীদের হতাশ করেছেন কর্ণাটক হাইকোর্ট। আদালত জানায়, হিজাব একটি অপরিহার্য ধর্মীয় পোশাক নয়।
সকালে প্রধান বিচারপতি রিতু রাজ অসথি, বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত এবং জেএম খাজির সমন্বয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে চলতি বছরের প্রথম দিনে কর্ণাটকে একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরিহিত কয়েকজন শিক্ষার্থীকে ক্লাসে বসতে বাধা দেওয়া হয়। কলেজ উন্নয়ন সমিতির সভাপতি বিজেপি বিধায়ক রঘুপতি ভাট জানিয়ে দেন, হিজাব পরিহিতরা ক্লাসে ঢুকতে পারবেন না।সেই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। হিজাব পরে স্কুল-কলেজে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন শুরু করে মুসলিম শিক্ষার্থীরা। এই আন্দোলনের পাল্টা ব্যবস্থা হিসেবে গেরুয়া উত্তরীয় পরে আন্দোলন শুরু করে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। এভাবে হিজাবের পক্ষে-বিপক্ষে আন্দোলন শুরু হলে কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।