শিক্ষক সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট জমা দিয়েছে কমিটি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৮০১ বার পড়া হয়েছে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট জমা দিয়েছে কমিটি।
৪৮ পাতার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় কমিটির ৫ সদস্যই উপস্থিত ছিলেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি উপচার্যের কাছে এ প্রতিবেদন জমা দেন।তদন্তে ঘটনার সিসিটিভির ফুটেজ, প্রত্যক্ষদর্শী ও পরোক্ষভাবে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক, ছাত্র ও অন্যান্যদের বক্তব্য গ্রহণের পাশাপাশি তদন্ত প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ রয়েছে। ছাত্রদের হাতে হেনস্থা হয়ে অসুস্থ হয়ে মারা যান অধ্যাপক সেলিম। ঘটনায় ছাত্রলীগ নেতা সাদমান নাহিয়ান সেজানসহ নয় ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ