শিক্ষক ও শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনে উস্কানি দিচ্ছে বিএনপি : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
- / ১৮৪২ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের কোটা আন্দোলনে উস্কনিতে পা না দিতে ছাত্রলীগ ও আইনশৃংখলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভায় এ কথা জানান বলেন, দলের সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনে উস্কানি দিচ্ছে বিএনপি। এসময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এ ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে। কোটা সংস্কার আন্দোলন সর্তকভাবে পর্যবেক্ষণ করছে সরকার। কোটা বিরোধী আন্দোলনকারীরা আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে ব্যার্থ হয়ে অন্যের উপর ভর করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি। এছাড়া সব পক্ষের কথা শুনে আদালত বাস্তব সম্মত সিদ্ধান্ত নিবে এমন আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের।