শিক্ষকের মূল যে দায়িত্ব তা হলো শিক্ষার্থীদেরকে অনুসন্ধিৎসু করে তোলা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
 - / ১৭০৭ বার পড়া হয়েছে
 
অনেক অনিশ্চিয়তা মধ্যেই চতুর্থ শিল্পবিপ্লবের জন্য ভবিষ্যত প্রজন্মকে প্রস্তুত হতে হবে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ক্লাবের ৮ম জাতীয় গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। দীপু মনি বলেন, শিক্ষকের মূল যে দায়িত্ব তা হলো শিক্ষার্থীদেরকে অনুসন্ধিৎসু করে তোলা। এসময় শিক্ষামন্ত্রী কথা বলেন রাজনীতি নিয়ে। বলেন, নির্বাচনী ব্যবস্থায় যে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু হয়েছে তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে।
																			
																		
















