রংপুরে ৫শ ৫০টি পূজা মণ্ডপে শুরু হবে শারদীয় দুর্গোৎসব

- আপডেট সময় : ০১:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ২৩৫৬ বার পড়া হয়েছে
২০ অক্টোবর শুরু হচ্ছে শারদীয় দুর্গো পূজা। রংপুর-কুড়িগ্রামের মণ্ডপে মণ্ডপে প্রতিমা বানাতে ব্যস্ত মৃৎশিল্পীরা। এবার দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে আর গমন করবেন ঘোটকে। প্রতিমা শিল্পীদের নিপুণ আঁচড়ে তৈরি হচ্ছে প্রতিটি প্রতিমা।
এবার রংপুর বিভাগে সাড়ে পাঁচ হাজার পূজামণ্ডপে উদ্যাপন হবে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় শারদীয় দুর্গা উৎসব। তাই দিন – রাত সমান তালে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।
প্রতিমা তৈরির কাজে কারিগর গড়ে উঠছে না নতুন করে। তাই এই মৌসুমে কাজের চাপ থাকলেও লোকবলের সংকটও তীব্র বলে মনে করছেন শিল্পীরা।
এবার দুর্গার ঘটকে চড়ে এসে তার আশীর্বাদে সকল প্রকার অশুভ বিলীন হবে এমন বিশ্বাস ভক্তদের।পূজা মণ্ডপে প্রতিমা তৈরি শেষ হয়েছে শিল্পীর তুলির আঁচড়ে জীবন্ত হয়ে ধরায় আগমন হবে দেবীদূর্গার।
পূজা-মন্ডবে অপ্রীতিকর ঘটনা এড়াতে চার স্তরের নিরাপত্তার কথা জানালেন পুলিশ কর্মকর্তা।কুড়িগ্রাম জেলায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা পূজা উদযাপনে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি।
এদিকে শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের সকল প্রস্তুতির কথা জানান জেলা পুলিশের এ কর্মকর্তা।
এ বছর জেলার ৯ উপজেলা ও ৩ পৌরসভায় ৫শ ৫০টি পুঁজা মণ্ডপে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ২৪ অক্টোবর দশমীর মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের এ শারদীয় উৎসব।