শর্ত মেনে বিদেশ যাবেন না খালেদা জিয়া : ফখরুল
- আপডেট সময় : ০৭:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ১৮৭৩ বার পড়া হয়েছে
পরিবারকে খালেদা জিয়া জানিয়ে দিয়েছেন, কোনো শর্ত সাপেক্ষে দেশের বাইরে যাবেন না তিনি। গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার সুযোগ না দেয়া অমানবিক ও সংবিধানের লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসায় লন্ডনে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন।
সাবেক প্রধনামন্ত্রী খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সরকার আইনের অপব্যাখা করে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছেন।
লন্ডনের খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানান বিএনপি মহাসচিব। খালেদা জিয়াকে এই অবস্থায় রেখে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল।




















