শরনার্থী শিবিরে একই ঘরের তিনজন খুন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
পারিবারিক কলহের জেরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরনার্থী শিবিরে একই ঘরের তিনজন খুন হয়েছে।
শুক্রবার রাতে কুতুপালং শরনার্থী শিবিরে উদ্ধার করা মরদেহ স্বামী-স্ত্রী ও অপরজন শ্যালিকা বলে জানা গেছে। প্রতিবেশী ও নিহতের আত্মীয় স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। তাদের ৩ সন্তান রয়েছে। বিবাদের সুরাহা করতে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। কিন্তু শালিস বিলম্বিত হওয়ায় এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, মৌলভীবাজারের কুলাউড়ায় শাহেনা বেগম নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বরমচাল ইউনিয়নের কলিমাবাদ এলাকার পাহাড়ি টিলায় গাছে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।