লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় কারা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে, ২ সদস্যের তদন্ত কমিটি গঠন

- আপডেট সময় : ০১:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় কারা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে, ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন।
শুক্রবার রাতে এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। তদন্ত কমিটির সদস্যরা হলেন, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা। কারাবন্দি মুশতাক আহমেদের মৃত্যুর ক্ষেত্রে তার চিকিৎসায় কোনো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখে এই কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ প্রাথমিক তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর কথাও রয়েছে। এদিকে, আটকদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজ দুপুরে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে ছয় মাসের বেশি কারাবন্দি অবস্থায় বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যু হয় মুশতাক আহমেদের।