লিবিয়া ট্র্যাজেডিতে সন্দেহভাজন ১৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
- / ১৭১১ বার পড়া হয়েছে
লিবিয়া ট্র্যাজেডিতে সন্দেহভাজন ১৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় মানব পাচার এবং সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। এ মামলা তদন্ত করবে ডিবি।
এর আগে, ২রা জুন লিবিয়ায় মানব পাচারের অভিযোগে ৩৮ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। লিবিয়ায় মানব পাচারের ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে ১০টি। গত ২৮শে মে লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মানবপাচার চক্র। এছাড়া গুলিতে ১১ বাংলাদেশি মারাত্মক আহত হন। ওই ঘটনায় পহেলা জুন ভোরে মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা কামালউদ্দিনকে গ্রেপ্তার করে রেব।