লিওনেল মেসির একমাত্র গোলে লা লিগায় জয়ে ফিরেছে বার্সেলোনা

- আপডেট সময় : ০৭:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
লিওলেল মেসির একমাত্র গোলে, রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগায় জয়ে ফিরেছে বার্সেলোনা। একই সাথে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দলটি।
শনিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে প্রায় পুরো ম্যাচজুড়েই গোলের দেখা পায়নি কোনো দল। যদিও নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে আধিপত্য দেখায় মেসিরা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে পাল্টা আক্রমণে ভীতি ছড়ায় সোসিয়েদাদ। কিন্তু নিজেদের কারণেই গোল হজম করে দলটি। ডি-বক্সে সোসিয়াদের ফরাসি সেন্টার-ব্যাক রবিন লে নরম্যান্ডের হ্যান্ডবল হলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগ কাজে লাগান বার্সা তারকা মেসি। তার দ্রুত গতির পেনাল্টিতে হার মানে সোসিয়েদাদ গোলরক্ষক। তবে তা ২-০ হতে পারত। ম্যাচের যোগ করা সময়ে আরও একবার প্রতিপক্ষের জালে বল জড়ায় বার্সেলোনা। কিন্তু ভিএআরে দেখা যায়, অল্পের জন্য অফসাইড পজিশনে ছিলেন বার্সেলোর অনসু ফাতি। রেফারি গোলটি বাদ করে দেন। এই জয়ে ২৭ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৫৮। এক ম্যাচ কম খেলা রিয়াল দুই পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে।