লাল টসটসে আর খেতে সুস্বাদু হওয়ায় কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ার লিচুর খ্যাতি দেশজুড়ে
- আপডেট সময় : ০৩:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৬৮১ বার পড়া হয়েছে
লাল টসটসে আর খেতে সুস্বাদু হওয়ার কারণে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়ার লিচুর খ্যাতি দেশজুড়ে। এ বছর লিচুর বাম্পার ফলন হওয়ায় ভালো দাম পাওয়ার আশা চাষীদের। এই লিচুর চাষাবাদ জেলার বিভিন্ন উপজেলায় সম্প্রসারণ করা হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার মঙ্গলবাড়িয়া থেকে হোসেন্দী বাজারে যাবার সড়ক। এ সড়কের দুই পাশে ও বাড়ির আঙিনায় দেখা মিলবে শতশত লিচু গাছে ঝুলছে লাল টসটসে লিচু। ছোট দানা আর লাল রংয়ের এ লিচুর খ্যাতি দেশজুড়ে। এ বছর লিচুর বাম্পার ফলন হওয়ায় লাভবান হওয়ার আশা লিচু চাষীদের।
মঙ্গলবাড়িয়ার লিচু রসালো ও সুস্বাদু হওয়ায় বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসে লিচু কিনে নিয়ে যাচ্ছে।
মঙ্গলবাড়িয়ার লিচু বিভিন্ন স্থানে সম্প্রসারণ করার চেষ্টা করা হচ্ছে বলে জানান, কৃষি বিভাগের এ কর্মকর্তা।
এ বছর মঙ্গলবাড়িয়া শত শত লিচু গাছ থেকে প্রায় ৭-৮ কোটি টাকার লিচু বিক্রির আশা চাষীদের।






















