লালমনিরহাটে পিটিয়ে হত্যা করা ব্যক্তির পরিচয় মিলেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
লালমনিরহাটের বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে ঢুকে কোরআন শরীফ অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি একটি কলেজের লাইব্রেরিয়ান।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। ঘটনা আমলে নিয়ে এখনো কোন মামলা হয়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার আসরের পর ঐ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। পরে ওই ব্যক্তির লাশ পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় গুরুতর আহত দু’জনের মধ্যে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন পুলিশ হেফাজতে রয়েছে। গতকাল ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা ও উত্তেজনা বিরাজ করছে। দাঙ্গা পুলিশসহ অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
















