লালমনিরহাটে শিক্ষা কার্যক্রম শুরু করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষে লালমনিরহাটেই শিক্ষা কার্যক্রম শুরু করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। স্থায়ী ক্যাম্পাস না থাকায় আগামী ছয় মাসের মধ্যে অস্থায়ী ক্যাম্পাস নির্মাণ সম্পন্ন হবে বলেও জানিয়েছনে করে শিক্ষাকার্যক্রম চালু রাখা হবে।
দুপুরে লালমনিরহাটে এ তথ্য জানান বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শালম মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
দেশের একমাত্র এভিয়েশন এন্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এর আগে লালমনিরহাটে স্থায়ী ক্যাম্পাস না থাকায় ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম ৯০ জন শিক্ষার্থী নিয়ে ঢাকার আশকোনাতে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম চালু করে বিশ্ববিদ্যালয়টি। এরপর লালমনিরহাটে স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়।





















