লাদাখের সীমান্তে ভারত ও চীন সেনাদের সংঘর্ষে ভারতীয় সেনা সদস্য নিহত
- আপডেট সময় : ০৯:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / ১৬৩২ বার পড়া হয়েছে
লাদাখের সীমান্তে গালোয়ান উপত্যকায় ভারত ও চীন সেনাদের মধ্যে সংঘর্ষে ভারতীয় এক কর্নেল ও দুই সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী ।
ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির সেনা সদস্য নিহত হওয়ার পাশাপাশি দুই দেশের সেনা সদস্যরা আহত হয়েছেন। সীমান্ত নিয়ে সামরিক পর্যায়ের বৈঠকের কয়েক সপ্তাহ পরে এমন বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, কয়েক দশক পর পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলি ছাড়া যেসব সেনার মৃত্যু হয়েছে, তারা ভারতীয় ভূখণ্ডে শারীরিক লড়াইয়ে নিহত হন। তাদের শরীরে পাথর ও লাঠির আঘাত রয়েছে।ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বৈঠকে বসে উত্তেজনা নিরসনের চেষ্টা করেছে।

















