লাঞ্ছিতের অভিযোগে নড়াইল ডিসি অফিসের দুই কর্মচারীকে বরখাস্তে ২৪ ঘন্টার আল্টিমেটাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
২৪ ঘন্টার মধ্যে নড়াইল ডিসি অফিসের দুই কর্মচারীকে চাকরি থেকে বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।
নাজির এনামুল ও সহকারী নাজির বাবর আলীসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুপুরে শহরের রূপগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এ আল্টিমেটাম দেন তারা। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন মুক্তিযোদ্ধারা। এর আগে সড়কে অবরোধ কর্মসূচি পালন করে নড়াইলের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। কমপ্লেক্সের সামনে নড়াইল-যশোর সড়কে বিজয়ের মাসে ১৬ মিনিটের অবরোধ কর্মসূচি পালিত হয়। শুক্রবার নড়াইল মুক্ত দিবসে দু’জন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে এই দুটি কর্মসূচি পালন করে তারা।