লন্ডনে থেকে রিমোট কন্ট্রোলে হুমকি দিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না : কৃষিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার অবর্তমানে যিনি বিএনপি চালাবেন সেই তারেক রহমান লন্ডনে বসে ভোগ বিলাস করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে। মানুষের দুঃখ কষ্টের সাথী হতে হবে। এছাড়া ক্ষমতায় আসতে পারবে না।
দুপুরে নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তাকে টেকসই করতে হলে চরাঞ্চল, উপকূলীয় লবণাক্ত এলাকা, পাহাড়ি এলাকাসহ সব অনাবাদি জমিকে আবাদের আওতায় আনতে হবে। বর্তমানে তেলের জন্য যে হাহাকার শুরু হয়েছে। চেষ্টা করলে দেশে উৎপাদিত সয়াবিন দিয়েই ভোজ্যতেলের ৫০ শতাংশ যোগান দেয়া সম্ভব।