লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতার মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ বন্দরেহাত-পা বাঁধা অটোরিক্সা চালককের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা মারা গেছেন।
দুপুরে উপজেলার নরপদি থেকে নিখোঁজের চারদিন পর ডোবা থেকে কায়েস আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। বন্দর থানার উপ-পরিদর্শক শিহাব আহমেদ জানান, ২৮ অক্টোবর অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় কায়েস। দুইদিন আগে বন্দর থানায় অভিযোগ জানান পরিবারের সদস্যরা। স্থানীয়রা সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী মারা গেছেন। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পদ্ম দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি জড়িত বলে দাবি করেছে জেলা আওয়ামী লীগ।