র্যাবকে নিয়ে ডয়চে ভেলের প্রতিবেদন ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয়
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
 - / ১৭৩১ বার পড়া হয়েছে
 
র্যাবকে নিয়ে ডয়চে ভেলের প্রতিবেদন ভিত্তিহীন বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, র্যাবকে কখনোই রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়নি।
দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন একথা বলেন।
তিনি আরো বলেন, প্রতিবেদনটিতে র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অভিযোগ তোলা হয়েছে। উচ্চপদস্থ রাজনীতিবিদরা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে এই বাহিনীকে ব্যবহার করছেন– এমন অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলেও জানান এই কর্মকর্তা।
রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে কাজ চলছে বলেও জানান সেহেলী সাবরীন।
																			
																		














