রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নেয়নি : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ১০:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
মিয়ানমারে চলমান রাজনৈতিক সমস্যা ও রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।
চলমান সংকটে বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের ভবিষ্যৎ পরিস্থিতি আরও খারাপের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে তিনি বলেন, অনেকেই মনে করেন নিরাপত্তা পরিষদ বিষয়টি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট- আসিয়ানের ঘাড়ে তুলে দিয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আসিয়ানের পাঁচ দফা ঐকমত্যে মিয়ানমারে সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আলোচনা করা দরকার। বিশেষ দূত নিয়োগ দেয়াও প্রয়োজন। আসিয়ানের পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে কোনোই অগ্রগতি নেই। সংকট সমাধানে মালয়েশিয়া– মিয়ানমারের সামরিক প্রশাসনকে জোরালো আহ্বান জানিয়ে আসছে।