রোহিঙ্গা শরণার্থীদের আরও সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ২১০২ বার পড়া হয়েছে
এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা… রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার টোকিওতে জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকের সঙ্গে সাক্ষাতকারে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বলেন, ইউক্রেনের পরিস্থিতির কারণে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রায় ১০ লাখ রোহিঙ্গার জন্য শরণার্থী শিবির পরিচালনার খরচ বাড়ছে। তিনি বলেন, শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়ে ইতোমধ্যে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছে। মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিছুই বাস্তবায়িত হয়নি


























