রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় অনিশ্চয়তায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৮:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি পরিবর্তনের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবনে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বজকিরের সাথে সৌজন্য সাক্ষাতে এ উদ্বেগ জানান তিনি।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ- মিয়ানমার আলোচনা চলছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এক মিলিয়নের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন ভলকান বজকির। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউএনজিএ প্রেসিডেন্ট রোহিঙ্গা সংকট ছাড়াও আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল এবং অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন।