রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাধাতে উস্কানি দিচ্ছে বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯
- / ১৬১৪ বার পড়া হয়েছে
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাধাতে উস্কানি দিচ্ছে বিএনপি। কিন্তু সরকার তাদের উস্কানীর ফাঁদে পা দেবে না বলেও জানান তিনি।
সকালে চট্টগ্রাম পুলিশ লাইনস মাঠে সিএমপির জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি আরো বলেন, সরকার কুটনৈতিক তৎপরতার মাধ্যমেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা সংকটের সমাধান করবে । ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে ১ কোটি শরনার্থী সংকটের সমাধান করেছিলেন তার কন্যার নেতৃত্বেই এই ১১ লাখ রোহিঙ্গা শরনার্থি সমস্যার সমাধানের কথা জানান ড. হাছান মাহমুদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান।