রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের পরিবেশ বিপর্যয় ঘটছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের পরিবেশের বিপর্যয়ের বিষয়ে জলবায়ু সম্মেলনের তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় সব সুপারিশ ভাষণে থাকবে।
১ ও ২ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে এ সম্মেলনে অংশ নেবেন তিনি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর আসন্ন সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বাংলাদেশে কার্বন নিঃসরণ কমাতে রামপাল বাদে ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এবং একই ধরনের ৬টি কেন্দ্রের আবেদন বাতিল করে দেয়া হয়েছে। তিনি জানান, ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে বৈঠকের সময় কয়েকটি দ্বিপাক্ষিক বিষয় সই হতে পারে।






















