রেলের ইতিহাসে প্রথম ভ্রাম্যমাণ রেল জাদুঘর নির্মাণ করা হয়েছে
- আপডেট সময় : ০২:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
রেলের ইতিহাসে প্রথম ভ্রাম্যমাণ রেল জাদুঘর নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধুর নামে নির্মিত জাদুঘরটির মাধ্যমে তুলে ধরা হবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস। প্রত্যন্ত এলাকার মানুষ তা অবলোকন করার সুযোগ পাবে। জাদুঘরটি পুরোপুরি প্রস্তুত; এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। ঈদের আগেই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রেল জাদুঘর………………..রেলের ইতিহাসে নতুন এক নাম। একটি ব্রডগেজ ও একটি মিটারগেজ কোচকে সাজানো হয়েছে অভিন্ন সাজে।
বঙ্গবন্ধু শেখ মুজিব’ নামের জাদুঘরটিতে ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ, সংগ্রামী ঘটনাট প্রবাহ তুলে ধরা হয়েছে। সাধারণ দর্শনার্থীরা টাচ স্কিনে আঙুল স্পর্শ করতেই ভেসে আসবে, বঙ্গবন্ধু ছবি, ভাষণ, জীবনাচারের বিভিন্ন বিষয়।
শুধু বড় রেলওয়ে স্টেশন নয়, দেশের সবকটি রেলওয়ে স্টেশনে নির্ধারিত দিন ভ্রাম্যমাণ জাদুঘরটি দাঁড়ানো থাকবে। শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জন্য এটি উন্মুক্ত রাখা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর’ তৈরির মূল ভূমিকায় ছিলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর-উল-আলম চৌধুরী। তিনি বলেন, দেড় বছর সময় নিয়ে এটি তৈরি করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের ৮০ শতাংশ রেলওয়ে স্টেশন গ্রাম-বাংলায় ছড়িয়ে রয়েছে।প্রান্তিক মানুষের কাছে জাতির পিতার ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ, সংগ্রামী জীবনী তুলে ধরতে এমন উদ্যোগ বলে জানান তিনি।
ঈদের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক জাদুঘরটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। তবে ব্রডগেজ কোচের জাদুঘরটি পশ্চিমাঞ্চল এবং মিটারগেজের জাদুঘরটি পূর্বাঞ্চলে ঈদের পরে প্রদর্শন করা হবে।










