রেলপথ আধুনিক ও উন্নয়নে বহুমুখী কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে: রেল মন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
রেলপথকে আধুনিক ও উন্নয়নে বহুমুখী কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।এই পরিকল্পনার ধারাবাহিকতায় উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে বলে জানান তিনি।
দুপুরে ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও উন্নয়নমূলক কাজের উদ্বোধনের সময় তিনি একথা বলেন।এসময় রেলমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের গরীব-দু:খী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো। স্বাধীনতার পর তিনি পাকিস্তানের কারাগার থেকে ফিরে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজ করছিলেন। কিন্তু দেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বঙ্গবন্ধুকে সেই কাজ এগিয়ে নিতে দেয়নি। এদেশের রেল বিভাগ সবচেয়ে বেশি অবহেলিত হয়ে পড়েছে। রেলপথকে আধুনিক ও উন্নয়নে বহুমুখী কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।