রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে দূর্ঘটনায় আনোয়ার হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
পাবনা ঈশ্বরদীর রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে দূর্ঘটনায় আনোয়ার হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতরাতে প্রকল্পের ভেতরে চুল্লিতে কাজ করার সময় অসাবধানতাবসত বুকের উপর ডিবি বক্স পরায় গুরুতর আহত হন আনোয়ার। তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ার কুষ্টিয়ার ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের মোসলেমপুর গ্রামের বাসিন্দা। তিনি রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান ইএসকেএম কোম্পানিতে কর্মরত ছিলেন। রুপপুর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



























