রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

- আপডেট সময় : ০২:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে রাহুলের দলকে ৪ রানে হারিয়েছে প্রোটিয়ারা।
কেপটাউনে টস হেরে ব্যাট করতে নেমেই ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা ।কিন্তু কুইন্টন ডি কক এবং সি ভ্যান ডার ডুসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। ১৩০ বলে ১২৪ রান করেন ডি কক এবং ৫৯ বলে ৫২ রান করেন ভ্যান ডার ডুসেন। শেষের দিকে ডেভিড মিলারের ৩৮ বলে ৩৯ রানের উপর ভর করে ২৮৭ রানের শক্তিশালী পুঁজি পায় প্রোটিয়ারা। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। এরপর, শিখর ধাওয়ান এবং ভিরাট কোহলির ১১৬ রানের পার্টনারশিপের সুবাদে সেসময় ম্যাচের নিয়ন্ত্রণ পায় সফরকারীরা। ৬১ তে শিখর ধাওয়ান এবং ব্যক্তিগত ৬৫ রানে ভিরাট কোহলির উইকেট হারিয়ে আবারো বিপদে পড়ে ভারত। ৩৪ বলে ৫৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেও দলকে জয়ের দারপ্রান্তে নিয়ে গিয়েও হার এড়াতে পারেননি রাহুল চাহার।