রিয়াল মাদ্রিদে যোগ দিলেন তুরস্কের মেসি খ্যাত আরদা গুলার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ২০২৮ বার পড়া হয়েছে
রিয়াল মাদ্রিদে যোগ দিলেন তুরস্কের মেসি খ্যাত আরদা গুলার। তুরস্কের ক্লাব ফেনেরবাচ থেকে ছয় বছরের চুক্তিতে গুলারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
তবে, ট্রান্সফার ফি নিয়ে কিছুই জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। যদিও স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, গুলারকে পেতে মাদ্রিদের ক্লাবটির খরচ হচ্ছে ২ কোটি ইউরো। বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন মিউনিখসহ ইউরোপের আরও কয়েকটি ক্লাব গুলারকে দলে নিতে চাইলে সফল রিয়াল মাদ্রিদ। ২০১৯ সালে ফেনেরবাচের একাডেমিতে যোগ দেন গুলার। ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন ২০২১ সালের জানুয়ারিতে। ওই বছরের অগাস্টে ইউরোপা লিগের বাছাইয়ের ম্যাচ দিয়ে সিনিয়র দলে অভিষেক হয় তার।ফেনেরবাচের হয়ে ৩২ ম্যাচে করেছেন ৭ গোল। জাতীয় দলের জার্সিতে মাত্র ১ গোল করেছেন তিনি।