রিপোর্টার্স উইদাউট বডার্সের প্রতিবেদন উদ্দেশ্যমূলক: তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রিপোর্টার্স উইদাউট বডার্সের প্রতিবেদন উদ্দেশ্যমূলক মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এই রিপোর্ট প্রত্যাখ্যান করেন তিনি।
সকালে চট্টগ্রামের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, এর আগেও ফ্রান্সের আইন লঙ্ঘন করে বাংলাদেশের গণমাধ্যম ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে ওই সংগঠনটি। সে সময় প্রবাসী বাংলাদেশীরা তার প্রতিবাদ করেছিলো। এরপর থেকে প্রতিহিংসার বশবর্তী হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ নিয়ে আপত্তিকর বক্তব্য প্রচার করছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় গণমাধ্যমের স্বাধীনতা ও ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে সংগঠনটি।