রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
- আপডেট সময় : ০৪:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনের কার্যক্রম চলছে। গেলো পাঁচদিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৭৫ জন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম এ আপিল শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে উপস্থিত আছেন অন্য নির্বাচন কমিশনারও।
প্রার্থিতা ফিরে পেতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ষষ্ঠ দিনের আপিল শুনানি বৃহস্পতিবার।
প্রথম চারদিন ৭০টি করে আবেদন নিষ্পতি হলেও পঞ্চম দিনে ১০০টি শুনানি করেছে নির্বাচন কমিশন। বুধবার শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৭৪ জন। আর বাতিল হয়েছে ১৮ জনের আবেদন। স্থগিত রাখা হয়েছে ৮ জনের। প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ছোটখাটো, সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করছে বলে জানিয়েছে ইসি।
গেলো ৫ দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে ৩৮০টি। প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৭৭। বাতিল হয়েছে ৮১টি আর স্থগিত ২৩টি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু হয় গেলো ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। পাঁচ দিনে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
১০ জানুয়ারি থেকে ইসিতে শুরু হয় আপিল আবেদনের শুনানি, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।



















