রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিবে বিএনপি : ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাব দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নিবে বিএনপি। যে কোন সিদ্ধান্তই সাংবিধানিক নিয়মে চান বলে জানান তিনি।
সকালে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। চলমান ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনে দিয়ে রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান বিএনপি মহাসচিব। ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত নতুন বাংলাদেশের ফসল ঘরে তুলতে জাতীয় ঐক্যের প্রয়োজন বলেও মনে করেন মির্জা ফখরুল।