রাষ্ট্রপতির সাথে সংলাপ করেছে ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে সংলাপ করেছে ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ।
বিকেলে বঙ্গভবনে এই সংলাপে অংশ নিয়ে নির্বাচন কমিশন আইন প্রণয়ন এবং জনগণ যেন পেশী শক্তি এবং বল প্রয়োগের কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন ন্যাপ নেতারা। এসময় নিজের সীমিত ক্ষমতার মধ্যে নির্বাচন কমিশন আইন প্রণয়নের চেষ্টা করবেন বলে ন্যাপ নেতাদের আশ্বস্ত করেন রাষ্ট্রপতি। এছাড়া সার্চ কমিটি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ন্যাপ সভাপতি জানান, সংলাপে অংশ নিলেও রাষ্ট্রপতি কাছে এ ব্যাপারে তাদের কোন প্রস্তাবনা ছিলো না।