রাষ্ট্রপতির সংলাপে আগামী ১২ জানুয়ারি অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপিকে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে আগামী ১২ জানুয়ারি অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে।
বুধবার এ আমন্ত্রণপত্র নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ চিঠি গ্রহণ করেছেন। ১২ জানুয়ারি বিকাল ৪টায় বঙ্গভবনে বিএনপির প্রতিনিধি দলকে এ আমন্ত্রণ জানানো হয়।তবে ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে এ সংলাপকে অর্থহীন দাবি করে তাতে অংশ না নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গেলো ২০ ডিসেম্বর প্রথম সংলাপ অনুষ্ঠিত হয়।বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি।