রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অস্তিত্ব সংকটে দেশের শতাধিক গার্মেন্ট শিল্প

- আপডেট সময় : ০৫:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চট্টগ্রামের ১৩টিসহ দেশে শতাধিক গার্মেন্ট কারখানার অস্তিত্ব হুমকির মুখে। এসব কারখানার শতভাগ পণ্য দেশ দুটিতে রপ্তানী হয়। উদ্যোক্তারা বলছেন, প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হলে নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। আর বিজিএমইএ বলছে, অন্য দেশের সহযোগীতা নিয়ে পণ্য পাঠাতে সরকারের নীতিগত সহায়তা দরকার।
করোনার পর ঘুরে দাঁড়ানোর বছরে দু মাস বাকি থাকতেই রপ্তানী লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে দেশের তৈরী পোষাক শিল্প। এই ধারা অব্যহত থাকলে আগামী অর্থবছরে প্রবৃদ্ধির সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এরই মাঝে ফের দু:সংবাদ নিয়ে এনেছে রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধ। বিশ্ব অর্থনীতিতে যার নেতিবাচক প্রভাবে অর্ডার ফ্লো-কমে আসার পাশাপাশি ওই দুটি দেশে সরাসরি রপ্তানীতে যুক্ত শতাধিক গার্মেন্টস এখন অস্থিত্ব সংকটে।
রাশিয়া আর ইউক্রেনের বায়ারদের সঙ্গে যোগাযোগ করেছে বিজিএমইএ। অন্য দেশের মাধ্যমে হলেও পণ্য নিতে আন্তরিকতার অভাব নেই বায়ারদের। কিন্তু তার জন্য সরকারের কুটনৈতিক তৎপরতা জরুরী।
অর্থনীতিবিদরা বলছেন, নতুন বাজার খুঁজতে সহযোগীতার পাশাপাশি সংকটকালীন সময়ে ঝুঁকিপুর্ণ প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াতে হবে সরকারকে।
রপ্তানী বাণিজ্যে সবচেয়ে বড় অবদান তৈরী পোষাক শিল্পের হলেও তা মাত্র কয়েকটি দেশের ওপর নির্ভরশীল। তাই নতুন বাজার না খুঁজলে ঝুঁকি থেকেই যাবে।