রাশিয়ার সঙ্গে আলোচনার সুযোগ দেখছে ঢাকা : পররাষ্ট্রসচিব
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:১২:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৮৮১ বার পড়া হয়েছে
আগামী ২২ নভেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের। তার সফরে দেশটির সঙ্গে জ্বালানি ও খাদ্য সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনার সুযোগ দেখছে ঢাকা।
রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ‘আফ্রিকায় নজর: বাংলাদেশের জন্য নতুন দিগন্তের সম্ভাবনা’ শীর্ষক সেমিনার শেষে এ কথা বলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বৈঠকে জ্বালানি ও খাদ্যসংকট ছাড়াও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হবে বলে জানান তিনি।এছাড়া রূপপুরসহ পাইপলাইনে থাকা প্রকল্পের অগ্রাধিকার, চ্যালেঞ্জ নিয়েও আলোচনার সুযোগ থাকবে। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতেও রাশিয়াকে পাশে থাকার আহবান জানানো হবে বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

 
																			 
																		



















