রাফাহতে হামলা চালানোর ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / ১৮২৫ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের রাফাহতে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে রাফাহতে হামলা না চালাতে ইসরায়েলকে হুঁশিয়ার করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
পাশাপাশি রাফাহতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।গুতেরেস এক সংবাদ সম্মেলনে বলেন, রাফাহতে সামরিক হামলা হলে তা পরিস্থিতি অসহনীয়ভাবে উত্তেজনা ছড়াবে, হাজার হাজার বেসামরিক লোক প্রাণ হারাবে এবং হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হবে।’ ফিলিস্তিনের গাজা উপত্যকার শেষ নিরাপদস্থল রাফাহ শহরে হামলার প্রস্তুতি শেষ করে এনেছে ইসরায়েল। প্রথমে বলা হয়েছিলো জিম্মি চুক্তি করলে রাফাহতে হামলা করা হবে না
























