রাত ১২টা ১ মিনিট থেকে বন্ধ হয়েছে করোনা উপদ্রুত দেশগুলো থেকে আসা সব বিদেশী ফ্লাইট

- আপডেট সময় : ১০:২৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
রাত ১২টা ১ মিনিট থেকে বন্ধ হয়েছে করোনা উপদ্রুত দেশগুলো থেকে আসা সব বিদেশী ফ্লাইট। অন্যদিকে ভারতে বাংলাদেশী নাগরিক প্রবেশ করতে না দেয়ায় বাংলাদেশও একই নীতি অবলম্বন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বিস অডিটোরিয়ামে এক সেমিনার শেষে সাংবাদিকদের একথা বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও স্মৃতিচারন অনুষ্ঠানের আয়োজন করে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস)। অনুষ্ঠানে সব ছাপিয়ে ওঠে করোনাভাইরাস উপদ্রুত দেশ থেকে আসা যাত্রীদের বিষয়টি। বিরক্তি প্রকাশ করে, পররাষ্ট্রমন্ত্রী জানান, উপদ্রুত দেশের কোনো ফ্লাইট বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।
ভারত কোন বাংলাদেশীকে ঢুকতে না দেয়ায় ভারতীয়দেরও প্রবেশ বন্ধ করা হয়েছে বলে জানান তিনি। করোনা ভাইরাস উপদ্রুত দেশ থেকে যারাই দেশে আসবেন তাদেরকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোরেনন্টাইনে থাকতে হবে জানিয়ে, এখনই স্কুল কলেজ বন্ধে সিদ্ধান্ত হয়নি বলে জানান ড. এ কে আব্দুল মোমেন।
আপস..