রাত ১২টা ১৫ মিনিটে এইবারের মোকাবেলা করবে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
আজ নিজ নিজ লিগে মাঠে ম্যান ইউ, আর্সেনাল ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় উলভারহাম্পটনের মুখোমুখি হবে ম্যান ইউ। এর আগে, রাত ১২টায় ব্রাইটনের বিপক্ষে লড়বে আর্সেনাল।
আর স্প্যানিশ লিগে রাত ১২টা ১৫ মিনিটে এইবারের মোকাবেলা করবে বার্সেলোনা। বড় দিনের ছুটি কাটিয়ে প্রথমবার নামছে বার্সা। লিওনেল মেসিকে ছাড়াই ২০২০ সালের শেষ ম্যাচ খেলবে কাতালান ক্লাবটি। মাঠ আর মাঠের বাইরে নানা ইস্যুতে বছরটা যেমনই কাটুক এইবারের সাথে জয় দিয়ে পয়েন্ট টেবিলে আরও এগোনোর লক্ষ্যে ন্যু ক্যাম্পে নামবে স্বাগতিকরা। ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগে স্বস্তিতে নেই মেসি-গ্রিয়জম্যানরা। যদিও শেষ চার ম্যাচে তিন জয়েই টেবিলের এই অবস্থানে উঠেছে কোম্যান শীষ্যরা।






















