রাতেই সিলেট যাচ্ছেন তারেক রহমান
- আপডেট সময় : ০৮:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করে আনুষ্ঠানিক এ প্রচারণা শুরু করবেন তিনি। অংশ নেবেন ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় । এ মাঠেই ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও ১৯৯১ সাল থেকে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিভিন্ন সময়ে জনসভা করেছেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ ঘিরে সিলেট নগরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। লিফলেট বিতরণ, জনসংযোগ আর মাঠ সাজানোর কাজ চলছে দিনরাত। বিএনপি নেতারা বলছেন, প্রায় তিন লাখ মানুষের সমাগমের লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা।
১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং নব্বইয়ের পর বেগম খালেদা জিয়া একাধিকবার এই মাঠে জনসভা করেছেন। পিতা-মাতার ধারাবাহিকতায় এবার একই মঞ্চে দাঁড়াচ্ছেন তারেক রহমান। বিষয়টি ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বাড়তি আবেগ কাজ করছে।
দলীয় নেতারা জানান, সমাবেশ থেকে তারেক রহমান জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। শান্তি ও গণতন্ত্রের বার্তার পাশাপাশি থাকবে নতুন রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিত।
তারেক রহমানের সফর সিলেটের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তৃণমূল পর্যায়ে আস্থার বার্তা পৌঁছে দেবে বলে জানান বিএনপি নেতারা।
এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরে সার্বিক নিরাপত্তা জোরদারের কথা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানের এই সফর ঘিরে সিলেট এখন উৎসবমুখর।



















