রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে কর্মচারীদের ৩ সংগঠন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ঋণে সুদের হার কমানোর দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে কর্মচারীদের ৩ সংগঠন।
সকাল থেকে প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তালা ঝুলিয়ে দেয় তারা। এতে দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী সমিতির সভাপতি সাব্বির হোসেন জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয় থেকে শতকরা ৯ ভাগ সুদে ঋণ দেয়া হচ্ছে। কিন্তু সুদের হার কমিয়ে শতকরা ৫ভাগ করার দাবি জানান তিনি। এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।