রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিধন করা হলো অর্ধশত বছরের পুরনো ক্রিস্টাল পাম ট্রি’র বাগান

- আপডেট সময় : ০২:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
লকডাউনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিধন করা হলো অর্ধশত বছরের পুরনো ক্রিস্টাল পাম ট্রি’র বাগান। করোনার ছুটিতে যখন ক্যাম্পাস ফাঁকা, তখনই বৃক্ষ নিধনের উপযুক্ত সময় বেছে নিয়েছে কর্তৃপক্ষ। এনিয়ে ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীসহ পরিবেশবাদীরা। তারা বলছেন, গাছগুলো কেটে ফেলায় কেবল সৌন্দর্যহানিই ঘটেনি, ক্যাম্পাসের চিরচেনা রূপও হারিয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে প্রশাসন ভবনের পথে যেতে সড়কদ্বীপে ছিল সাজানো-গোছানো ক্রিস্টাল পাম ট্রি’র বাগান। অন্তত ৫০বছর ধরে মোহনীয় সৌন্দর্য ছড়াচ্ছিল এই গাছগুলো। কিন্তু গেল কয়েকদিনে এসব গাছ কেটে সাবাড় করা হয়েছে। এ নিয়ে ফেসবুকে প্রতিবাদের ঝড় তুলেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ প্রকৃতিপ্রেমীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা বলছেন, প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো এ গাছগুলো রোপণের পর থেকে কখনো পরিচর্যা করা হয় নি। ফলে অবহেলাতেই ছিল। এখন ছত্রাক লাগার অজুহাতে এগুলো নিধন করেছে কর্তৃপক্ষ।
তবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দাবি, গাছগুলোকে রক্ষার সকল চেষ্টা ব্যর্থ হওয়ায় কেটে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। তবে সেখানে নতুন গাছের চারা লাগানো হবে বলেও জানান তিনি। সড়ক দ্বীপের অন্তত ৩৫টি ক্রিস্টাল পাম ট্রি কেটে পুরো বাগানটিই সাবাড় করা হয়েছে। ফলে আবাসস্থল হারিয়েছে এখানে বাসা বেঁধে থাকা পাখিরাও।