রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারের স্বপদে থাকা নিয়ে ক্ষুব্ধ শিক্ষকরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারের স্বপদে থাকা নিয়ে ক্ষোভ জানিয়েছে শিক্ষকরা।
উপাচার্য ও রেজিস্ট্রারকে দ্রুত অপসারণের দাবিতে দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন করেন তারা। এসময় দুর্নীতিবিরোধী শিক্ষকদের মুখমাত্র জানান, ইউজিসির তদন্তে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীকে অপসারণের নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরপরও তিনি বিভিন্ন ফাইলে স্বাক্ষর করে যাচ্ছেন। স্বপদে বহাল আছেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানও। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় অবিলম্বে উপাচর্য ও রেজিস্ট্রারকে অপসারণ করা না হলে আরো কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি।
















